মহাকুম্ভে পৌঁছালেন ইউনিয়ন মিনিস্টার চিরাগ পাসোয়ান ! ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হলেন তিনি

আমার সম্পূর্ণ পরিবার এখানে অনেক আগে থেকেই আসতে চেয়েছিল। ভগবান সকলের মঙ্গল করুক। এত বড় মাপের একটি অনুষ্ঠানকে ভালোভাবে চালনা করার জন্য দারুন ব্যবস্থা করা হয়েছে।

author-image
Debjit Biswas
New Update
chirag paswannj.jpg

নিজস্ব সংবাদদাতা : উৎসবের আমেজে মেতে উঠেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজ। প্রায় প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে প্রয়াগরাজে। উদ্দেশ্য একটাই মহাকুম্ভ। আর শুধু সাধারণ মানুষই নয় দেশ বিদেশের অনেক নামি দামি তারকা থেকে শুরু করে তাবড় তাবড় মন্ত্রীরাও মহাকুম্ভে অংশগ্রহণ করতে হাজির হয়েছেন প্রয়াগরাজে। আর এবার সেই লিস্টে নিজের নাম তুললেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। প্রয়াগরাজে পৌঁছে তিনি বললেন যে '' আমি এখানে সম্পূর্ণ ভক্তি আর শ্রদ্ধার সাথে এসেছি। আমার সম্পূর্ণ পরিবার এখানে অনেক আগে থেকেই আসতে চেয়েছিল। ভগবান সকলের মঙ্গল করুক। এত বড় মাপের একটি অনুষ্ঠানকে ভালোভাবে চালনা করার জন্য দারুন ব্যবস্থা করা হয়েছে। ''