নিজস্ব সংবাদদাতাঃ এসসি-এসটিতে ক্রিমি লেয়ার নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেছেন, “আমরাও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের সাথে একমত নই এবং আমরা এই মতবিরোধটি বিশিষ্টভাবে নথিভুক্ত করেছি।
এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা যে, তফসিলি জাতির ভিত্তি হলো অস্পৃশ্যতা। এর কোনো শিক্ষাগত বা অর্থনৈতিক ভিত্তি নেই। এমতাবস্থায় তাতে ক্রিমি লেয়ারের কোনও বিধান থাকতে পারে না, সংরক্ষণের মধ্যে সংরক্ষণ ঠিক নয়, কারণ আজও এক দলিত যুবকের উদাহরণ দেওয়া হয় যাকে ঘোড়ায় চড়তে বাধা দেওয়া হয়।
এমন অনেক বড় বড় নাম আছেন, যাঁরা উঁচু পদে আসীন, কিন্তু মন্দিরে যাওয়ার পরও মন্দির গঙ্গাজলে ধুয়ে যায়, তাই আজও অস্পৃশ্যতার ভিত্তিতে ভেদাভেদ করা হয়। আমরা, এলজেপি (রামবিলাস) এই বিষয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে চলেছি।”