নিজস্ব সংবাদদাতা: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিবৃতি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঞ্জি বলেছেন, "সরকারি নীতি অনুযায়ী আদমশুমারি করা হবে। সমস্ত রাজ্যকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতা দিয়েছেন। বিহার সরকার এটা কে অস্বীকার করেছে তার প্রতিশ্রুতিতে নতুন কি আছে?"
/anm-bengali/media/media_files/sFck08ilf2v88L5AvLHY.webp)