রাহুল গান্ধী ভারতের লজ্জা! কেন বললেন কেন্দ্রীয় মন্ত্রী

কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "আমি দক্ষিণ ভারত থেকে এসেছি। আমি দেখতে ভারতীয়! আমার দলে উত্তর-পূর্ব ভারত থেকে উৎসাহী সদস্য রয়েছে। তাঁরা দেখতে ভারতীয়! "

author-image
Tamalika Chakraborty
New Update
nirmala-Cover-ihk41r89hurtqnupv325j72l51-20181218020119.Medi

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "আমি দক্ষিণ ভারত থেকে এসেছি। আমি দেখতে ভারতীয়! আমার দলে উত্তর-পূর্ব ভারত থেকে উৎসাহী সদস্য রয়েছে। তাঁরা দেখতে ভারতীয়! পশ্চিম ভারত থেকে আমার সহকর্মীরা দেখতে ভারতীয়! বর্ণবাদীদের  মেন্টর রাহুল গান্ধী। আমরা সবাই দেখতে আফ্রিকান, চাইনিজ, আরব এবং সাদা! আপনার মানসিকতা এবং আপনার মনোভাব প্রকাশ করার জন্য ধন্যবাদ। আপনি ভারত জোটের লজ্জা!"

দ

 

 tamacha4.jpeg