দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির অভিযোগ! ক্ষেপে লাল কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী গিরাজ সিং বলেন, দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস।

author-image
Tamalika Chakraborty
New Update
giriraj hjy.jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের "ভারতের জনগণ আরএসএস-বিজেপি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের  কারণে হুমকির মুখে"  বলে একটি বিবৃতি দেন। এই প্রসঙ্গে  কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "দেশ যদি হুমকির সম্মুখীন হয় তবে তা কংগ্রেসের জন্য।  কংগ্রেস ভারতকে বিভাজন করতে চায়। ভারতের অভ্যন্তরে গৃহযুদ্ধ চায়। ভারতে রাহুল গান্ধী অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।  শুধু রাহুল গান্ধী ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে তা নয়, এতে পূর্ণ সহযোগিতা রয়েছে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গের। আপনাদের  উদ্দেশ্য কোনওদিন পূর্ণ হবে না। কারণ তরুণরা জেগে উঠেছে এবং আপনার নীতি বুঝতে পেরেছে।"

giriraj singhh.jpg