দেশে ১০ হাজার ট্রেন কোচের অনুমোদন! ১৫০টি অমৃত ভারত ট্রেন! জানিয়ে দিলেন রেলমন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশে বিশেষ অভিযানের আওতায় ২,৫০০ সাধারণ (ট্রেন) কোচ তৈরি করা হচ্ছে। আরও ১০ হাজার সাধারণ কোচের অনুমোদন দেওয়া হয়েছে।

author-image
Probha Rani Das
New Update
vcbvnbmn

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “বিশেষ অভিযানের আওতায় ২,৫০০ সাধারণ (ট্রেন) কোচ তৈরি করা হচ্ছে। এছাড়াও, আরও ১০ হাজার কোচের অনুমোদন দেওয়া হয়েছে। গরমের মরশুমে চাহিদা মেটাতে ১০ হাজারেরও বেশি স্পেশাল ট্রেন চালিয়েছে রেল। আমরা পরিষেবা, সুরক্ষা এবং পরিচ্ছন্নতা নিয়ে কেন্দ্রীভূতভাবে কাজ করছি। 

ashwini vaishanab.jpg

আরও ৫০টি অমৃত ভারত ট্রেন তৈরির কাজ শুরু হয়েছে। আরও ১৫০টি অমৃত ভারত ট্রেন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। গত বছর ৫৩০০ কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করা হয়েছে। এ বছরও ৮০০ কিলোমিটারের বেশি ট্র্যাক যুক্ত হয়েছে।  'কাওয়াচ'-এর রোল আউটও দ্রুত গতিতে করা হচ্ছে।” 

Adddd