নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা আক্রমণ করলেন ইন্ডিয়া জোটকে।
তিনি বলেন, 'তাদের গতকালের সমাবেশে (ইন্ডিয়া জোটের উলগুলান সমাবেশ) কী হয়েছে তা মানুষ দেখেছে। জেল প্রশাসন ও তদন্তকারী সংস্থা স্বাধীন। তিনি (অরবিন্দ কেজরিওয়াল) জেলের নিয়ম অনুসারে সমস্ত সুযোগ-সুবিধা পাবেন, কেউ এই বিষয়ে কিছু করতে পারবে না...এখানে (ঝাড়খণ্ডে) তারা সিএনটি আইনের কথা বলে এবং তারা এটি লঙ্ঘন করে। তাদের জবাব দিতে হবে সিএনটি আইন লঙ্ঘন হয়েছে কি না। ভগবান বিরসা মুণ্ডার আন্দোলনের পরেই এটি বাস্তবায়িত হয়েছিল, এবং সেই আইনটি এড়িয়ে যদি জমিগুলি হস্তান্তর করা হয় তবে এটি দুর্ভাগ্যজনক, কেন তারা এটি নিয়ে কথা বলে না?'