নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলছেন, “যে রাজ্যে ২১ জন প্রাণ হারিয়েছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে ঘুমোচ্ছেন এবং এই ঘটনা সম্পর্কে একটি শব্দও উচ্চারণ করেননি, তদন্তও শুরু করেননি। আবগারি নীতি মামলায় জেলবন্দি আসামিদের হয়ে লড়তে মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং এবং এখন অরবিন্দ কেজরিওয়ালের হয়ে লড়তে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দিল্লি পৌঁছেছেন, কিন্তু যখন তাঁর নির্বাচনী এলাকায় ২১ জন বেআইনি মদ খেয়ে মারা যান, তখন তাঁর সরকার মদ ব্যবসায়ীদের রক্ষা করে। ভারতের জনগণ কি ঘুমন্ত পাঞ্জাব সরকার এবং দিল্লি সরকারকে কারাগার থেকে পালিয়ে যাওয়া অনুমোদন করে? আমরা সবসময় বলেছিলাম অরবিন্দ কেজরিওয়াল হলেন কিংপিন এবং এখন ইডিও তাই বলে।”