ফের ভর্তুকি, দীপাবলির আগে কৃষকদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

উৎসবের মরসুমে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

author-image
SWETA MITRA
New Update
anu rabi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দীপাবলির আগে কৃষকদের উপহার দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের জন্য লাভজনক সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে সার ভর্তুকি অনুমোদন করেছে। পুষ্টিভিত্তিক সারে ভর্তুকি দিয়েছে সরকার। এবার রবি মৌসুমের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারের অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। আজ বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, "২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত রবি মরসুমে ভর্তুকি এইরকমই থাকবে। নাইট্রোজেনের জন্য প্রতি কেজি ৪৭.২ টাকা, ফসফরাস প্রতি কেজি ২০.৮২ টাকা, পটাশ ভর্তুকি ২.৩৮ টাকা প্রতি কেজি হবে। এবং সালফার ভর্তুকি প্রতি কেজি ১.৮৯ টাকা হবে। ভর্তুকি অব্যাহত থাকবে কারণ যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়বে, সরকার চায় না যে এটি দেশের কৃষকদের উপর প্রভাব ফেলুক। ডিএপিতে ভর্তুকি টন প্রতি ৪৫০০ টাকায় অব্যাহত থাকবে। যতদূর ডিএপি পুরানো হার অনুযায়ী প্রতি ব্যাগ ১৩৫০ টাকায় পাওয়া যাবে। এনপিকে প্রতি বস্তা ১৪৭০ টাকায় পাওয়া যাবে।" দেখুন ভিডিও...