নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, “কংগ্রেস নিজের শরিকদের প্রতি সুবিচার করতে পারেনি। 'মহব্বত কি দুকান'-এ যখন শুধু ঘৃণা দেখা যাচ্ছিল, তখন তাদের মিত্ররা একের পর এক তাদের ছেড়ে যেতে শুরু করে। কপিল সিব্বল, গুলাম নবি আজাদ, মিলিন্দ দেওরার মতো প্রবীণ নেতারাও কংগ্রেস থেকে দূরে চলে গিয়েছেন। তাঁরাও বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের জোটসঙ্গীরা মনে করছেন, কংগ্রেসের সঙ্গে থাকলে তাদের ভোটব্যাঙ্ক চলে যাবে। সে মমতা বন্দ্যোপাধ্যায়ই হোক বা ডিএমকে। তবে প্রশ্ন উঠছে যে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে অস্বীকার করেন এবং তাঁকে সময় না দেন, তাহলে কি জোট এখনও বহাল থাকবে?”