ইজরায়েল থেকে ভারতে ফিরছে! মন্ত্রী বললেন ভারত সাহায্য চায় না

যুদ্ধ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে দেশের নাগরিকদের দেশে ফেরানোর এক অদম্য অভিযানই হল ‘অপারেশন অজয়’। যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েল থেকে ২১২ জন ভারতীয় নাগরিককে নিয়ে প্রথম ফ্লাইট দিল্লিতে অবতরণ করল আজ।

author-image
SWETA MITRA
New Update
d

নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধ বিদ্ধস্ত ইজরায়েল থেকে নিজের দেশের মানুষদের ফিরিয়ে আনতে অপারেশন অজয় চালু করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে ভারতের এই বিশেষ মিশন সম্পর্কে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তিনি বলেছেন, "কোভিডের সময় হোক বা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় বা  ইজরায়েল-হামাস সংঘর্ষ (Israel Hamas Conrflict), ভারত একের পর এক অভিযান চালিয়ে ভারতীয়দের উদ্ধার করেছে। গত সাড়ে বছর ধরে এটা ঘটছে। শুধু আমাদের নাগরিকরাই নয়, আমরা অন্যান্য দেশের নাগরিকদেরও উদ্ধার করেছি। আজ ভারত সাহায্য চায় না, সাহায্য করে।“ শুনুন তাঁর বক্তব্য...