নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের বিলাসপুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আক্রমণ করলেন বিরোধীদের।
মন্ত্রী বলেন, "যারা বলত, সনাতনকে দমন করো, হিন্দুদের ছাড়ব না, রাম একজন কল্পনাপ্রবণ ব্যক্তিত্ব, রাম সেতুর কোনো অস্তিত্ব নেই এবং আজও তারা বলছে আমরা রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরি করব। আমি জিজ্ঞাসা করতে চাই, যখন বাবরি মসজিদের জন্য আলাদাভাবে জমি বরাদ্দ করা হয়েছে, তখন কেন এই লোকেরা রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ চায়? কেন এই লোকেরা তুষ্টির রাজনীতি করছে? তাদের উদ্দেশ্য কখনই পূরণ হবে না।"