নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী তথা হামিরপুরের বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর বলেন, "এটা কেমন রাজ্য সরকার ? বকেয়া কাজ শেষ করতে না পারলে নতুন কাজ শুরু করবে কীভাবে ? ২০১৪ সালে এইমস হাসপাতালের প্রস্তাব গৃহীত হয়েছিল। রাজ্যে তখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, আমরা জমি চেয়েছিলাম। বীরভদ্র সিং তিন বছর ৪ মাস সময় নিয়েছিলেন আমাদের জমি দেওয়ার জন্য, ২০১৭ সালের শেষে যখন তাঁদের সরকার চলে যাওয়ার কথা ছিল, এবং তাও প্রয়োজনের অর্ধেক। যখন আমাদের সরকার গঠিত হয়েছিল, কোভিডের প্রাদুর্ভাব সত্ত্বেও, আমরা এইমসের কাজ সম্পূর্ণ করেছিলাম। ''