কংগ্রেস বিদেশী দল! ইতালি থেকে এসেছে তাদের নেতা, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

২০২৪ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট নিয়ে দেশের রাজনৈতিক মহলে চলছে জল্পনা। এই নিয়ে কংগ্রেসকে নিশানা করে বিশেষ মন্তব্য করলেন তেলেঙ্গানার বিজেপি প্রধান জি কিষাণ রেড্ডি।

author-image
Probha Rani Das
New Update
1gkishan.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী তথা তেলেঙ্গানার বিজেপি প্রধান জি কিষাণ রেড্ডি বলেন, “তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাঁর ভাষণে বিজেপিকে ব্রিটিশ জনতা পার্টি বলে সম্বোধন করেছেন। আমরা এই জাতির পার্টি। কংগ্রেস বিদেশী দল, ইতালি পার্টি। আপনাদের নেতা ইতালি থেকে এসেছেন। কংগ্রেস পার্টি এবং তার নীতিগুলি বিদেশী তেলেঙ্গানায় কংগ্রেসের দেওয়া মুসলিম সংরক্ষণকে অসাংবিধানিক বলে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া সংবিধান বিরোধীএটা তেলেঙ্গানার বিসিদের (অনগ্রসর শ্রেণি) প্রতি অবিচার। তেলেঙ্গানায় আমাদের সরকার গঠিত হলে আমরা মুসলিম সংরক্ষণ তুলে দেব।” 

gkishanredyy1.jpg

Add 1