নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির ঝাড়খণ্ড নির্বাচনের ইনচার্জ শিবরাজ সিং চৌহান এবার বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/08a93a45-af6.png)
তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী ঝাড়খণ্ডের মানুষের হৃদয়ে বাস করেন। রাজ্যের মানুষ প্রধানমন্ত্রী মোদীর ওপর আস্থা রেখেছে। রাঁচি এবং ঝাড়খণ্ড তার আগমনের জন্য অপেক্ষা করছে। তিনি আজ দুটি জনসভা ও রোড শো করবেন। প্রধানমন্ত্রী মোদীর আগমন মানেই উন্নয়নের সূর্যের উদয়। উন্নয়নের সূর্য উঠবে ঝাড়খণ্ডে। এখানে নির্বাচনে বিজেপি-এনডিএ জিতবে।”