নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, "আমরা ওঁদের (কংগ্রেস) ১০ বছরের জবাবদিহিতা দাবি করব, ওই ১০ বছরে ওঁরা কী করেছে, দেশের সঙ্গে কী অন্যায় করেছে, রাজ্য সেই সময় হতাশায় ডুবে গিয়েছিল এবং তারপর জনগণ তাদের প্রত্যাখ্যান করেছিল। তারা যদি দায়বদ্ধতা নিতে চায়, তাহলে তাদের উচিত কংগ্রেস শাসিত রাজ্যগুলোর কাছে গিয়ে জবাবদিহি করা। আমাদের যদি কোনও হিসাব দিতেই হয়, আমরা তা জনগণকে দিচ্ছি এবং ২০২৪ সালের অক্টোবরে তৃতীয়বারের জন্য বিজেপি সরকার গঠনের সময় জনগণ তার ফল দেবে।"