নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিজেপির সংকল্প পত্র উন্মোচন করেছেন এবং মহা বিকাশ আঘাদি সরকারের প্রতিশ্রুতিগুলির সঙ্গে তুলনা করে বিজেপির উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, "মহা বিকাশ আঘাদি শুধুমাত্র ভোট পেতে নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী সবসময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করেছেন।"
অমিত শাহ তার বক্তৃতায় ভারতের স্বার্থে কিছু উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে ধরেন, যার মধ্যে ছিল ধারা ৩৭০ এর অপসারণ, অযোধ্যায় রামের মন্দির নির্মাণ, তিন তালাক বিল পাস, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব। তিনি জানান, "এই সরকার সব সময় দেশের এবং জনগণের স্বার্থে কাজ করেছে।" তিনি আরো বলেন, "প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্রের উন্নয়নে ১০ বছরে ১০ লাখ ১৫ হাজার ৩০০ কোটি টাকা পাঠিয়েছেন, যেখানে মহা বিকাশ আঘাদি সরকারের সময় মাত্র ১ লাখ ৯১ হাজার কোটি টাকা পাঠানো হয়েছিল।"
অমিত শাহ মহা বিকাশ আঘাদি সরকারের প্রতি তোপ দেগে বলেন, "তারা শুধু ভোটের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে কোন কাজ হয়নি। তাই এবার বিজেপিকে ভোট দিন, যাতে দেশের উন্নয়ন অব্যাহত থাকে।" এদিনের এই বক্তৃতার মাধ্যমে অমিত শাহ বিজেপির সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার করতে এবং মহা বিকাশ আঘাদি সরকারের ব্যর্থতা তুলে ধরতে চেয়েছেন।