নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে বলেন, "১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী স্বৈরাচারী মানসিকতার নির্লজ্জ প্রদর্শনী করে দেশে জরুরি অবস্থা চাপিয়ে দিয়ে আমাদের গণতন্ত্রের আত্মাকে গলা টিপে হত্যা করেছিলেন। লক্ষ লক্ষ মানুষকে বিনা দোষে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এবং মিডিয়ার কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। ভারত সরকার প্রতি বছর ২৫ জুন দিনটিকে 'সংবিধান হত্যা দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭৫ সালের জরুরি অবস্থার অমানবিক যন্ত্রণা যাঁরা সহ্য করেছেন, তাঁদের অবদানকে স্মরণীয় করে রাখবে এই দিনটি।"