নিজস্ব সংবাদদাতাঃ কাঙ্কের এনকাউন্টার নিয়ে বুধবার অর্থাৎ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "গতকাল ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেয়েছে। মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিজেপি সরকার নকশালবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাগাতার প্রচার শুরু করেছে। ছত্তিশগড়ে বিজেপি সরকার গঠনের পর সেই প্রচার আরও গতি পায়। ২০১৪ সাল থেকে আমরা ক্যাম্প স্থাপন শুরু করি। ২০১৯ সালের পর অন্তত ২৫০টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। সরকার গঠনের পর প্রায় তিন মাসের ব্যবধানে ছত্তিশগড়ে ৮০ জনেরও বেশি নকশালকে হত্যা করা হয়েছে, ১২৫ জনেরও বেশি গ্রেপ্তার করা হয়েছে এবং দেড় শতাধিক নকশাল আত্মসমর্পণ করেছে। আমার পূর্ণ বিশ্বাস যে ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে এবং খুব অল্প সময়ের মধ্যে, মোদীজির নেতৃত্বে আমরা দেশ থেকে নকশালবাদকে উৎখাত করব।"