নতুন ফৌজদারি আইন লাগু, বিরোধী দলের বিরোধিতা! কি বললেন অমিত শাহ?

নতুন ফৌজদারি আইন নিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই নতুন আইনের জন্য, বিরোধী দলের কয়েকজন বন্ধু মিডিয়ার সামনে বিভিন্ন কথা বলছেন।

author-image
Probha Rani Das
New Update
amit shah bjjp.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ নতুন ফৌজদারি আইন নিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “এই নতুন আইনের জন্য, বিরোধী দলের কয়েকজন বন্ধু মিডিয়ার সামনে বিভিন্ন কথা বলছেন। 

AAMIT SHAHH.jpg

আমি আপনাদের সবাইকে বলতে চাই যে লোকসভায় ৯.২৯ ঘন্টা আলোচনা হয়েছিল এবং ৩৪ জন সদস্য তাতে অংশ নিয়েছিলেন। রাজ্যসভায় ৬ ঘণ্টারও বেশি সময় ধরে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন। এটাও মিথ্যা বলা হচ্ছে যে সদস্যদের বের করে দেওয়ার (সাসপেন্ড) পরে বিলটি আনা হয়েছিল। বিলটি ইতিমধ্যে ব্যবসায়িক উপদেষ্টা কমিটির সামনে তালিকাভুক্ত করা হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস, বিরোধীরা আগে থেকেই সংসদ বয়কট করে আসছিল, সম্ভবত তারা আলোচনায় অংশ নিতে চায়নি।” 

Adddd