নিজস্ব সংবাদদাতা : এবার কি পহেলগাওঁ হামলার প্রেক্ষিতে কোনও বড় পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ? প্রশ্ন উঠছে কারণ আজ হঠাৎ করেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
/anm-bengali/media/media_files/G73evj4hrp40smbwUPDy.jpg)
সূত্রের খবর অনুযায়ী,পহেলগাওঁ হামলার পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি ও সরকারের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। এর আগেও অমিত শাহ একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকেও অংশ নিয়েছিলেন এবং সেখানে তিনি এই হামলার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তাও দিয়েছিলেন।