সশস্ত্র সীমা বলের প্রতিষ্ঠা দিবস, বিশেষ বার্তা অমিত শাহ-র

আসাম সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেখানে আজ তাঁর বিশেষ কর্মসূচি রয়েছে।

author-image
Probha Rani Das
New Update
amitshah.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আসামের তেজপুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “গত ৯ বছরে প্রধানমন্ত্রী মোদি সমস্ত সিএপিএফের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সিআরপিএফ হোক বা সীমান্তে মোতায়েন অন্য সমস্ত সংস্থা তিনি সর্বদা তাঁদের কল্যাণের কথা ভেবেছেন। আজ ভারত সরকারও একটি পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করেছে। যা দেশের মানুষের সামনে সবার কর্তব্যনিষ্ঠাকে চিরকাল জাগ্রত রাখবে। ১৯৬৩ সালে ভারত-চিন যুদ্ধের পর এসএসবি প্রতিষ্ঠিত হয় এবং অটলজি 'এক সীমান্ত এক বাহিনী' নীতি বাস্তবায়িত করেন। এরপর এসএসবি ২০০১ সাল থেকে ভারত-নেপাল সীমান্ত এবং ২০০৪ সাল থেকে ভারত-ভুটান সীমান্ত রক্ষা করছে।