সহানুভূতি পাওয়ার স্টান্ট! মুখ্যমন্ত্রীকে চরম আক্রমণ

মুখ্যমন্ত্রীকে চরম আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
kejrieal.jpg

নিজস্ব সংবাদদাতা: যেহেতু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডি হেফাজত থেকে দিল্লির জনগণের স্বাস্থ্য পরিষেবার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, সেই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া করেন আক্রমণ।

kejriaap

তিনি বলেন, 'আজ তাকে (অরবিন্দ কেজরিওয়াল) দিল্লির মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হচ্ছে, কিন্তু রাজধানীতে আয়ুষ্মান ভারত-এর কোনো বাস্তবায়ন নেই...তাদের উচিত হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো; অন্যদের তুলনায় দিল্লির শিশুদের টিকাদান কম, সেটাও আলোচনা করুন। ভারত জুড়ে চলমান টিবি নির্মূল কর্মসূচীতে দিল্লির কর্মক্ষমতা খুবই খারাপ...জাতীয় রাজধানীতে, গত বহু বছর ধরে মেডিকেল কলেজ ও মেডিকেল আসনের সংখ্যা অতিক্রম করেনি। তিনি (অরবিন্দ কেজরিওয়াল) সহানুভূতি পাওয়ার যে চেষ্টা করছেন তা সফল হবে না'।

Union Health Minister set to review COVID-19 preparedness in States - The  Hindu

Add 1