নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তামিলনাড়ুর কাঞ্চিপুরমে ভারাধারাজা পেরুমল মন্দিরে গিয়ে প্রার্থনা করেন।
সূত্রে খবর, হস্তগিরি এবং আত্তিয়ুরান নামেও পরিচিত এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত একটি মন্দির। এটি দিব্য দেশমগুলোর মধ্যে একটি, ভগবান বিষ্ণুর ১০৮ টি মন্দির, যা বৈষ্ণব কবি সন্ত, আলভারদের স্তোত্রগুলোতে উল্লেখ করা হয়েছে।