উত্তরাখণ্ডের পথে রাজস্থানেও ইউনিফর্ম সিভিল কোড বিল, কী বলছেন মন্ত্রী

রাজস্থানের মন্ত্রী কিরোদি লাল মীনা বলেছেন, "এক দেশ, এক আইন হওয়া উচিত। এক দেশের মধ্যে ভিন্ন আইন হওয়া উচিত নয়। "

author-image
Tamalika Chakraborty
New Update
rajasthan minister edit.jpg

নিজস্ব সংবাদদাতা : উত্তরাখণ্ড বিধানসভায় পাস হয়েছে ইউনিফর্ম সিভিল কোড বিল। এই  প্রসঙ্গে রাজস্থানের মন্ত্রী কিরোদি লাল মীনা বলেছেন, "এক দেশ, এক আইন হওয়া উচিত। এক দেশের মধ্যে ভিন্ন আইন হওয়া উচিত নয়।  এক জাতি, একটি আইন প্রয়োগ  এই সময়ের জন্য অত্যন্ত প্রয়োজন। সুপ্রিম কোর্টও বলেছে যে দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা উচিত। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা করব। আমাদের রাজ্যেও এই বিষয়ে কাজ করার সম্ভাবনা রয়েছে। "