নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় মুখ খুললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুটেরেস। এক বিবৃতিতে তিনি এই হামলার তীব্র নিন্দা করে জানান, কোনও অবস্থাতেই সাধারণ মানুষের উপর এমন সহিংসতা মেনে নেওয়া যায় না।
/anm-bengali/media/media_files/2025/04/22/rrVq9RdzKu7gpi6ihOM3.JPG)
রাষ্ট্রপুঞ্জের মুখপাত্রের মাধ্যমে দেওয়া বিবৃতিতে গুটেরেস বলেন, "নাগরিকদের লক্ষ্য করে হওয়া সশস্ত্র হামলাকে জোরালোভাবে ধিক্কার জানাতে হবে।" তিনি আরও জানান, আন্তর্জাতিক স্তরে এই হামলা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে, এবং এই ধরনের হিংসার বিরুদ্ধে সারা বিশ্বকে একজোট হয়ে দাঁড়াতে হবে। এই বিবৃতি এমন এক সময় সামনে এল, যখন হামলার ঘটনায় ভারতসহ গোটা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।