বড় ঘোষণা করে দিল ইউজিসি ! বাতিল হতে পারে অনুমোদন

বাতিল হয়েছে নেট পরীক্ষা।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ইউজিসির ঘোষণার অনুযায়ী, পশ্চিমবঙ্গে ১৪টা বিশ্ববিদ্যালয়কে ডিফল্টার হিসেবে ঘোষণা করে হয়েছে। যার যেরে বাতিল হতে পারে অনুমোদন। দেশের ১৫৭টি খেলাপি অর্থাৎ ডিফল্টার বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ১০৮টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৪৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

Foreign universities will need UGC's nod to set up campuses in India

সূত্র মারফত জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে ১৪টি বিশ্ববিদ্যালয়কে ডিফল্টার ঘোষণা করা হয়েছে।

Adddd