নিজস্ব সংবাদদাতা: বিহারের UG NEET মামলার সাথে জড়িত ৬ অভিযুক্তকে তাদের ডাক্তারি পরীক্ষার পরে LNJP হাসপাতাল, পাটনার থেকে নেওয়া হয়েছে। ২১ জুন ঝাড়খণ্ডের দেওঘর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বিহার পুলিশ। NEET প্রশ্নপত্র লিক মামলায় শোরগোল চলছেই।