নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভাষণ প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বলেন, "বলুন উনি কী ভুল বলেছেন? তিনি কোথায় (হিন্দু ধর্ম) অপমান করেছেন? তাঁকে শিবের ছবি দেখাতে দেওয়া হয়নি, এটাই কি হিন্দুত্ব? আমরা জয় শ্রীরামের স্লোগানও দিই। নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী খোলাখুলি বলছেন জয় শ্রীরাম। কিন্তু বিজেপি ছাড়া অন্য কেউ যদি সংসদে একথা বলেন, সেটা কি অপরাধ? আমি বিশ্বাস করি না যে রাহুল গাঁধী গতকাল হিন্দুত্বকে অপমান করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, 'বিজেপি মানেই হিন্দুত্ব নয়।' আমরাও হিন্দু এবং আমরা কেউই হিন্দুত্বকে অপমান করব না এবং হিন্দুত্বের অপমান সহ্য করব না এবং রাহুলজিও এর মধ্যে রয়েছেন। বিজেপি মানে হিন্দুত্ব নয়, আমাদের হিন্দুত্ব পবিত্র।"