নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, “আমি ঘোষণা করছি যে ওয়াকফ বোর্ড হোক বা কোনও মন্দির বা অন্য কোনও ধর্মীয় সম্পত্তি, আমি কোনও মূল্যে সেই সম্পত্তিগুলি স্পর্শ করতে দেব না। এটাই আমার প্রতিজ্ঞা।
এটা শুধু বোর্ডের প্রশ্ন নয়। শঙ্করাচার্যের কথায়, কেদারনাথ থেকে ২০০ কেজি সোনা চুরি হয়েছিল। সেটাও তদন্ত হওয়া উচিত।”
Shiv Sena (UBT) chief Uddhav Thackeray says, "I am announcing that be it Waqf Board or any temple or other religious property, I will not let anyone touch those properties at any cost. This is my promise. This is not a question of just the Board. It’s a matter of our temples… pic.twitter.com/axUMqIPW4d