নিজস্ব সংবাদদাতাঃ দেশদ্রোহী আইন তুলে নেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিকে এই আইন নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। আজ শনিবার তিনি জানান, ‘আপনারা পুনের বিজ্ঞানী প্রদীপ কুরুলকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োগ করেননি, যিনি পাকিস্তানের কাছে প্রতিরক্ষা গোপনীয়তা বিক্রি করেছিলেন এবং তিনি আরএসএসের একজন কট্টর কর্মী। তাঁকে বাঁচানোর জন্যই কি দেশদ্রোহিতা আইন বাতিল করা হয়েছে?’