মুখ্যমন্ত্রীকে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ! উদ্বেগে রাজ্য

শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের বিধান সভার স্পিকার শিন্ডে অনুগামীদের আসল শিবসেনার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেন। তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।

author-image
Tamalika Chakraborty
New Update
uddhav1

নিজস্ব সংবাদদাতা:  মহারাষ্ট্রের বিধান সভার স্পিকার শিন্ডে অনুগামীদের আসল শিবসেনা বলে ঘোষণা করেন। এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেন শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেন, "কয়েকজন প্রতারক আমাদের বিরুদ্ধে যে রায় দিয়েছেন, তার বিরোধিতা করে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে আমি একনাথ শিন্ডে ও স্পিকার রাহুল নার্ভেকরকে চ্যালেঞ্জ করছি।"