একনাথ ও তাঁর সরকারকে সরাতে ‘প্রস্তুতি নিয়ে নিয়েছেন উদ্ধব পুত্র!’

'উদ্ধব ঠাকরে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন মানুষের কথাই ভেবেছিলেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
fghjm,m

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে জোরকদমে প্রচার চালাচ্ছে শিবসেনা (ইউবিটি)। এবারে প্রার্থী হয়েছেন উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে। স্বাভাবিক ভাবেই জোরকদমে প্রচার সারছেন তিনি। 
এদিন শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে বলেন, “আমার সাথে আরও ১০ জন প্রতিযোগী রয়েছে, তারা সকলেই গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রার্থী আশা নিয়ে আসে এবং জনগণ সিদ্ধান্ত নেবে কে বিজয়ী হবে। উদ্ধব ঠাকরে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন মানুষের কথাই ভেবেছিলেন। আর সেই কারণেই আমরা জনগণের কাছ থেকে এত ভালবাসা পাচ্ছি। বিজেপি দেশ ও মহারাষ্ট্রকে লুট করছে, কৃষক বিরক্ত, যুবক বেকার তাদের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য”।

jgju

একই সাথে আদিত্য ঠাকরে বলেন, “এটি পরিবারের নির্বাচন নয়, এটি মহারাষ্ট্রের জনগণের উন্নয়নের নির্বাচন এবং আমরা তাদের জন্য লড়াই করছি। সংবিধানকে অসম্মান করা শুরু হয়ে গিয়েছে, তা রুখতে আমরা প্রস্তুতি সেরে নিয়েছি। মহারাষ্ট্রে বিএমসি, থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোনও নির্বাচন হয়নি রাজ্যে একটি অসাংবিধানিক সরকার তৈরি করা হয়েছে। তা হঠাতে আমরা প্রস্তুতি সেরে নিয়েছি”।

aditya thakreyq1.jpg