বড় খবরঃ ফের লাইনচ্যুত হল ট্রেন

করমণ্ডল বিপর্যয়ের আতঙ্ক এখনও কাটেনি। এরই মাঝে ফের দেশে একবার ঘটে গেল রেল দুর্ঘটনা। লাইনচ্যুত (Train Derailed) হল ট্রেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহপুরা ভিটোনিতে।

author-image
SWETA MITRA
New Update
train .jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ করমণ্ডল বিপর্যয়ের আতঙ্ক এখনও কাটেনি। এরই মাঝে ফের দেশে একবার ঘটে গেল রেল দুর্ঘটনা। লাইনচ্যুত (Train Derailed) হল ট্রেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহপুরা ভিটোনিতে। জানা গিয়েছে, গতকাল রাতে একটি মালবাহী ট্রেনের এলপিজি রেকের দুটি ওয়াগন আনলোড করার সময় লাইনচ্যুত হয়। এই বিষয়ে পশ্চিম মধ্য রেলওয়ের সিপিআরও জানিয়েছে, কোনও প্রধান লাইনের ট্রেন চলাচল প্রভাবিত হয়নি। মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সাইডিং কর্তৃপক্ষের উপস্থিতিতে সূর্যোদয়ের পরে পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছিল।