নিজস্ব সংবাদদাতাঃ ২৪ ঘণ্টার মধ্যে খুন দুই রাজনৈতিক দলের কর্মী। একদিকে শিবগঙ্গা জেলায় বিজেপি কর্মী এবং অন্যদিকে কাড্ডালোরে বিরোধী দল এআইএডিএমকে-র এক কর্মী। দুজনেরই দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রাজ্যে শোরগোল পরে গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/deb67f4291ab44f3b45e2af4d16c4981ab7605ff91cb747a0e22fb9ea2c872ba.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, এই ঘটনায় শিবগঙ্গার সাংসদ তথা পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরম দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)