নিজস্ব সংবাদদাতা: আজ লোকসভার ভেতরে এবং বাইরে হামলা চালায় বেশ কয়েকজন। এমনকি লোকসভা কক্ষের ভেতরে যারা প্রবেশ করেছিল তারা হাতে স্মোক ক্যান নিয়ে প্রবেশ করায় হলুদ রঙের ধোঁয়ায় ভরে গিয়েছিল চারিদিক। অন্যদিকে বাইরেও কয়েকজন স্লোগান তুলছিল। এরপরেই প্রশ্ন উঠেছিল যে কারা তাদেরকে প্রবেশ করতে দিয়েছে। এবার এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হল বলে জানা গেছে। ধারা ১৪৪ লঙ্ঘন করার কারণে ধৃতদের গ্রেফতার করে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।