নিজস্ব সংবাদদাতা: বিজাপুরে মাওবাদীদের বসানো আইইডি বিস্ফোরণে কুতরু থানার দুই কর্মী আহত হয়েছেন। আজ যখন জওয়ানরা এলাকা দখলের চেষ্টা করছিলেন তখন এই ঘটনা ঘটে। আহতদের বিজাপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত জওয়ানদের অবস্থা স্থিতিশীল বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন। জানা গিয়েছে, ঘটনায় দুই জওয়ান আহত হয়েছেন।