নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের সম্বলে পাথর নিক্ষেপের ঘটনায়, সম্বলের ডিএম রাজেন্দ্র পেনসিয়া বলেছেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ২০ পুলিশ সদস্য এবং চার প্রশাসনিক আধিকারিকও আহত হয়েছেন। সহিংসতায় জড়িত দুই ব্যক্তি মারা গেছে বলে জানা গেছে। বেআইনি অস্ত্রও ব্যবহার করা হয়েছে এবং নারীরাও পাথর ছুঁড়েছে।"