নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ হিমাচল প্রদেশের সিমলার কৃষ্ণনগর এলাকায় ভূমিধসের ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ঘটনা ঘটার পরই শুরু হয় উদ্ধার অভিযান। এই ঘটনার পর এদিন সন্ধ্যায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশের সিমলার কৃষ্ণনগর এলাকা পরিদর্শনে যান।
এলাকা পরিদর্শনের পর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, "এই ঘটনায় দু'জন প্রাণ হারিয়েছেন। অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজ্যে এখন পর্যন্ত মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সামার হিল এলাকা থেকেও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। বাড়িতে যদি কোনও ফাটল দেখা দেয় তবে আমি জনগণকে তৎক্ষণাৎ তাদের বাড়ি খালি করার অনুরোধ করছি।"