ভারতে জঙ্গি হামলার ছক, উত্তরপ্রদেশে গ্রেপ্তার পাকিস্তানের দুই নাগরিক

উত্তরপ্রদেশের ATS ভারত-নেপাল সীমান্ত থেকে পাকিস্তানের নাগরিককে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, আইএসআই-এর সাহায্যে তারা হিজবুল মুজাহিদিনের প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণও নিয়েছে। ভারতে প্রবেশে আইএসআই তাদের সাহায্য করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
হদা্স্সল্.JPG

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের ATS দুই পাকিস্তানি নাগরিক এবং তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে।  অভিযুক্তরা নেপাল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছিল। জাল নথি তৈরি করে তারা নিজেদের ভারতীয় বলে প্রমাণের চেষ্টা করে। অভিযুক্তরা হল- মহম্মদ আলতাফ ভাট, সৈয়দ গাজানফর। অভিযুক্ত দুজনেই পাকিস্তানের নাগরিক বলে  উত্তর প্রদেশে সন্ত্রাসবিরোধী স্কোয়াডের তরফে জানানো হয়েছে। পাশাপাশি শ্রীনগরের নাসির আলিকে গ্রেপ্তার করা হয়েছে। 

ATS জানিয়েছে, পাক নাগরিক  মহম্মদ আলতাফ ভাট আইএসআই- এর সাহায্যে হিজবুল মুজাহিদিনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিল। সে সৈয়দ গাজনফর ও নাসিরের সঙ্গে ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা করে। ATS-এর মহাপরিদর্শক নীলাবজা চৌধুরী বলেছেন, ATS গোপন সূত্রে জানতে পারে কিছু পাক নাগরিক পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সহায্যে নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে চলেছে। তিনি বলেন, ভারতীয় গোয়েন্দারা জানতে পারে এই অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকরা ভারতে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে।  সেই কারণেই  তারা আইএসআই-এর সাহায্যে হিজবুল মুজাহিদিনের প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণও নিয়েছে। খবর পাওয়ার পর গোরখপুরের ATS ফিল্ড ইউনিট ইলেকট্রনিক ও ফিজিক্যাল নজরদারির মাধ্যমে কাজ শুরু করে। এরপরেই ভারত-নেপালের সোনাউলির একটি গ্রাম ফরেন্ডায় দুই পাকিস্তানি এবং তাদের সহযোগীকে আটক করে।

ats up.JPG