নিজস্ব সংবাদদাতা : আজ ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই নকশাল নিহত হয়েছে। যদিও এই সংঘর্ষের সময় একজন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) জওয়ানও শহিদ হয়েছেন। সূত্রের খবর, আজ নিরাপত্তা বাহিনী একটি বিশেষ নকশাল বিরোধী অভিযানে নেমেছিল ছত্তিশগড়ের বিজাপুর জেলায়, সেই সময় জঙ্গলের মধ্যে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।
/anm-bengali/media/media_files/hK40xZJtzXmx02MKJC3A.jpg)
এই অভিযানের সময়ই দুই নকশাল নিহত হয়, যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলছে।