নিজস্ব সংবাদদাতা : ফের উত্তপ্ত হয়ে উঠলো ছত্তিশগড়। আজ সকাল থেকেই ছত্তিশগড়ের কিস্তারাম থানার অন্তর্গত অরণ্য অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই চলছে। যারফলে সকাল থেকেই যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে এই এলাকা। পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী, চলছে জোরদার সার্চ অপারেশন। এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে দুইজন নকশাল মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাদের কাছ থেকে বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।