নিজস্ব সংবাদদাতাঃ ২০০০ টাকার ব্যবহার বন্ধ হতে চলেছে দেশ থেকে, তাই সাধারণ মানুষ তাঁদের সময় সুযোগ মত বদলে নিচ্ছে টাকা। কিন্তু মাওবাদী ও নকশালপন্থীদের সেই সুযোগ নেই। এবার সেই মাওবাদীদের ২০০০ টাকার নোট বেআইনিভাবে বদল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল দুই জন। মহারাষ্ট্রের গড়চিরোলি পুলিশ জানিয়েছে, ২ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যারা নকশালদের ২০০০ টাকার নোট বেআইনিভাবে পরিবর্তন করতে সহায়তা করেছিল। গ্রেফতার করা দুই ব্যক্তির নাম রোহিত মঙ্গু করসা এবং বিপ্লব গীতিশ সিকদার। ঘটনায় পুলিশ ২৭.৬২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। যার মধ্যে বেশিরভাগই ২০০০ টাকার নোট। অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ-আইনে মামলা দায়ের করা হয়েছে।