''প্রধানমন্ত্রী মোদীর আমলে ২৩ কোটি মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে''

দেশে দারিদ্রতা ও ক্ষুধা সূচক নিয়ে প্রধানমন্ত্রীর তীব্র সমলোচনা কংগ্রেস নেতার।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaa

নিজস্ব সংবাদদাতা : ১৩১ কোটিরও বেশি জনসংখ্যার দেশে ২৩ কোটি মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে ! নেপথ্যে মোদী সরকার! দেশে দারিদ্রতা ও ক্ষুধা সূচক নিয়ে মোদী সরকারকে তুলোধনা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। সুর চড়িয়ে তিনি বলেন,  "দেশের কোটি কোটি মানুষ আজ ক্ষুধার দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছে জীর্ণ অবস্থায়। বিশ্ব রিপোর্টে দেখা যাচ্ছে যে আমাদের দেশ ক্ষুধা সূচকে ১০৭ নম্বরে রয়েছে, ১১৭টি দেশের মধ্যে। প্রধানমন্ত্রী মোদীর আমলে ২৩ কোটি মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে এবং আমাদের অভিযোগ, যখন প্রধানমন্ত্রী মোদী হাউসে বলেন যে আপনারা চাকরি দিতে পারবেন, তিনি এই উদ্দেশ্য নিয়ে কাজ করেন কিন্তু আজ প্রধানমন্ত্রী মোদী মেনে নিয়েছেন যে দারিদ্র্য থামানোর কোনো উপায় নেই, দারিদ্রতা বাড়ছে।''