টানেল দুর্ঘটনা, সাতদিন পার, তবে কি সব শেষ!

টানেলের ভিতরেই আটকে ৪০ জন শ্রমিক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tunnel accident .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী টানেল ধসের ঘটনায় দেখতে দেখতে সাত দিন পার। এখনও ওই টানেলের ভিতরেই আটকে ৪০ জন শ্রমিক। অথচ এরই মধ্যে বিপত্তি আরও বেড়েছে। সিল্কিয়ারা টানেলে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে ত্রাণ ও উদ্ধার কাজ।

সংবাদ মাধ্যম এএনআই-এর সাথে কথা বলতে গিয়ে টানেল তৈরিকারী সংস্থা NHIDCL-এর ডিরেক্টর আংশু মনীশ খুলকো জানিয়েছেন যে, ‘বর্তমানে টানেলের খনন কাজ বন্ধ রয়েছে’। মেশিন বিকল হয়ে ড্রিলিং কাজ বন্ধ আছে কি না তা জানতে চাইলে তিনি বলেন, ‘মেশিনে কোনো ত্রুটি নেই’। তাহলে কাজ বন্ধ কেন? তার সঠিক উত্তর মেলেনি। আর এতেই আশঙ্কা বাড়ছে আরও। ওই ৪০ জন ঠিক আছে তো? এই প্রশ্নই এখন তারা করে বেড়াচ্ছে আতঙ্কিত পরিবারের সদস্যদের।

 

hiren