নিজস্ব সংবাদদাতা: শীঘ্রই টানেল ধস থেকে উদ্ধার পেতে পারেন ৪১ জন শ্রমিক। এবার এই বিষয়ে বার্তা দিলেন মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কুপার। তিনি বলেছেন, "আমরা এখনও খনন করছি। আমাদের আরও কয়েক মিটার যেতে হবে। আমরা ৫ টার মধ্যে কিছু ফলাফল দেখতে পাব বলে আশা করছি। ২ থেকে ৩ মিটার বাকি আছে"।