ধর্মঘটে নেমেছে ট্রাক চালকরা, সমস্যায় পরিবহণ ব্যবস্থা

ধর্মঘটের জেরে সমস্যায় পড়েছে পণ্য পরিবহন।

author-image
Adrita
New Update
f

নিজস্ব সংবাদদাতাঃ হলদিয়ার ট্রাক ধর্মঘট শুরু করল হলদিয়ার ড্রাইভার অ্যাসোসিয়েশন। সূত্র মারফত জানা গিয়েছে যে, হলদিয়া থানা এলাকায় আই ও সি এল গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা। শিল্পাঞ্চলে পণ্য পরিবহনের জন্য ট্রাক ও ট্রলার যাতায়াত করে। আজ গাড়ি চালকরা অর্থাৎ ড্রাইভারেরা গাড়ি বন্ধ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। শুধু বিক্ষোভ নয় বিক্ষোভের পাশাপাশি তারা ধর্মঘট শুরু করেছে।

গাড়ি চালকদের মূলত দাবি যে, কেন্দ্রীয় সরকারের আইন পরিবর্তন করতে হবে। কেন্দ্রীয় সরকার নতুন আইন পাস করেছে যে কোন ড্রাইভার যদি এক্সিডেন্ট করে অথবা কেউ মারা যায় তাহলে ঘাতক ড্রাইভারের সাত বছরের জেল বা সাত লক্ষ টাকা জরিমানা করা হবে। এই নূতন আইন তারা মানতে নারাজ। সেই আইন পরিবর্তনের জন্য ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা ধর্মঘটে নামে।