বেতন বাড়েনি! এবার ভুল শোধরাচ্ছে রাজ্য সরকার

অবশেষে ভুল শোধরাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের বৈষম্য মেটাতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল রাজ্য সরকার। এখানে ক্লিক করে পড়ুন সেই নিয়ে আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
jpg

নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও ভাষায় বৈষম্য দূর করতে বিশেষ কমিটি তৈরী করা হল ত্রিপুরা সরকারের দ্বারা। জানা গেছে যে ওই উচ্চপর্যায়ের কমিটিতে অর্থ দফতরের একাধিক শীর্ষ আধিকারিক থাকবেন। বেতন ও ভাতার ক্ষেত্রে বৈষম্যের যে অভিযোগ তুলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা, তা খতিয়ে দেখা হবে। রাজ্য সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়ে যে বৈষম্যের অভিযোগ উঠেছে, সেটা খতিয়ে দেখতে চলেছে এবার ওই উচ্চপর্যায়ের কমিটি। আর বৈষম্য থাকলে তা দূর করতে ওই উচ্চপর্যায়ের কমিটি বিশেষ পদক্ষেপ নেবে বলে ত্রিপুরা সরকারের অর্থ দফতর জানিয়েছে। জানা গেছে যে ২০১৭ সালে যাবতীয় সমস্যা শুরু হয়। সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল বাম সরকার। বেতনক্রম হেরফেরের সময় যোগ্য হওয়া সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বেতন বাড়ানো হয়নি। অর্থাৎ বেতন বৃদ্ধি পায়নি তাঁদের। তার জেরেই তাঁদের বেতন ও ভাতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে।