নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরায় জগন্নাথ রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/media_files/oEhyXPk2zHTUFJh46eFo.jpg)
অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "রথযাত্রা অতি প্রাচীন। জগন্নাথ রথযাত্রার উদ্বোধন হয়েছে, আগামীকাল মেলার আয়োজন করা হবে। প্রচুর সংখ্যক স্টলের আয়োজন করা হয়েছে এবং এমনকি বাংলাদেশ থেকেও লোকজন এসেছেন। ত্রিপুরার জনসাধারণের জন্য ভগবান জগন্নাথের আশীর্বাদ চেয়েছি।"
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)