লোকসভার নিরাপত্তায় ত্রুটি! বিজেপি সাংসদকে বহিস্কারের দাবি তৃণমূলের

অধিবেশন চলাকালীন লোকসভায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শকাসন থেকে দুজন যুবক লাফ মারেন এবং স্লোগান দিতে থাকেন।

author-image
SWETA MITRA
New Update
amit shah holligaas.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহীশুরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার দেওয়া পাস নিয়ে সংসদে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনাকে হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya)।  তিনি আজ বুধবার এক টুইট বার্তায় লেখেন, "তাহলে মহীশূর থেকে নিজের সাংসদ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বস্ত প্রতাপ সিংহ পার্লামেন্টে হামলাকারীদের আমন্ত্রণ জানিয়েছিলেন।  ওম বিড়লা ও অমকিত শাহ আপনি কি আমাদের বলতে পারেন যে কেন তাকে সংসদ থেকে বরখাস্ত করা হবে না? সমস্ত বিজেপি গুন্ডাদের জন্য এটি ৭ খুন মাফ বলে মনে হচ্ছে।“